Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি ঋণ প্রাপ্তির নিয়ম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরাসরি কৃষি ঋণ বিতরণ করা হয় না। বাংলাদেশ কৃষি ব্যাংক এর মাধ্যমে নির্ধারিত কিছু ফসল উৎপাদন করার জন্য কৃষকদের ঋণ বিতরণ ও আদায় করা হয়ে থাকে।

 

যেসকল ফসল উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক ঋণ বিতরণ হয়ে থাকে সেগুলো নিন্মরূপ

(ক) ডাল জাতীয় ফসলঃ মাসকলাই, মুগ, মশুর, খেসারী, ছোলা, মটর ও অড়হর।

(খ) তৈল জাতীয় ফসলঃ সরিষা, তিল, তিসি, সূর্যমুখী, সয়াবিন।

(গ) মসলা জাতীয় ফসলঃ পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ ও জিরা।

(ঘ) ভূট্টা।

 

ঋণ প্রাপ্তির জন্য  নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিস্তারিত জানার জন্য নিকটস্থ কৃষি ব্যাংকে যোগাযোগ করুন।

কৃষি ঋণ পেতে নিন্মোক্ত সংস্থাসমূহের সাথে যোগাযোগ করা যেতে পারে

 

১। ব্যাংক:

ক্রমিক নং

ব্যাংকের নাম ও যোগাযোগের ঠিকানা

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস।

সোনালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম।

জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম কর্পোরেট শাখা।

কৃষি ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়,চট্টগ্রাম।

অগ্রণী ব্যাংক লিমিটেড, জি.এম সার্কেল,চট্টগড়াম।

রূপালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম।

পূবালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম শাখা।